মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার ২ নং মির্জাগঞ্জ ইউনিয়নের ভাজনা কদমতলা গ্রামের, মৃত্যু আবদুল শরিদ (মাস্টার) সিকদারের বড় ছেলে হাবিবুর রহমান সিকদার গত সোমবার ১২/১/২০২৬ ইং তারিখ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রাত ১০টা ২০ মিনিটএর সময় ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
তিনি দীর্ঘদিন লিভার সিরোসিস সংক্রান্ত রোগে ভূগছিলেন। মুত্যু কালে তিনি ১০ বছর বয়সী এক কণ্যা, স্ত্রী, মা, একভাই ও দুই বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। সাপ্তাহিক “অপরাধচিত্র” পত্রিকার পক্ষ থেকে তাঁর রুহের মাগফিরত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং বিদেহী আত্মার শান্তি কামনা করছে।
গতকাল ১৩/১/২৬ তারিখ মঙ্গলবার ভাজনা কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাদ আছর তাঁর নামাজে জানাজা শেষে তাকে সিকদার বাড়ি তারদের পারিবারিক কবস্থানে দাফন করা হয়।


















