নেত্রকোণা প্রতিনিধি :
নেত্রকোণা জেলাসদরের প্রধান সড়কে জেলা প্রশাসকের অফিসের দক্ষিন গেটের সামনে থেকে অবৈধ সিএনজি ও অটোরিকশা ষ্ট্যান্ড সরিয়ে নেয়ার দাবি জানিয়েন স্থানীয়রা।
মঙ্গলবার এলাকাবাসীর পক্ষে বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কাসেম সরকার, বীর মুক্তিযোদ্ধা মো. হেলাল উদ্দিন, সংবাদকর্মী, জেলা ক্রীড় সংস্কার সাধারণ
সম্পাদক মুখলেছুর রহমানসহ ৫০জন ব্যক্তি মঙ্গলবার জেলা প্রশাসক বরাবরে লিখিত এক দরখাস্তে এই দাবি জানান তারা।
স্থানীয়দের অভিযোগ, জেলা প্রশাসকের অফিসের সামনের সড়কে পৌর সভার কাইলাটী মোড়ে স্থানীয় কিছুলোক দীর্ঘদিন ধরে সিএনজি ও অটোরিকশার অবৈধ স্ট্যান্ড বসিয়ে ব্যবসা করছে। ওই সড়ক দিয়ে জেলা কারাগার থেকে আদালতে আসামিদের আনা নেওয়া হয়। এই স্ট্যান্ডের কারণে জেলা কারাগার থেকে আদালতে আসামিদের আনা-নেয়াসহ শত-শত পথচারী স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের চলাচলে চরম বিঘ্ন ঘটে।
নেত্রকোনার জেলা প্রশাসক শাহেদ পারভেজ বলেন, এলাকাবাসী অবৈধ সিএনজি ও অটোরিকশার স্ট্যান্ড সরিয়ে নেওয়ার ব্যাপারে লিখিত অভিযোগ দিয়েছেন। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।