মঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৫ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

উত্তরার সড়কে দম্পতিকে কোপানোর ভিডিও ভাইরাল, কী হয়েছিল?

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ১৮, ২০২৫ ৬:১৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর উত্তরা এলাকার ৭ নম্বর সেক্টরের সড়কে প্রকাশ্যে এক দম্পতিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে দুই কিশোর গ্যাংয়ের সদস্য। তাদেরকে ঘটনাস্থল থেকে আটক করে উত্তরা পশ্চিম থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

ওই ভিডিওতে দেখা যায়, দুই যুবক ক্ষিপ্ত হয়ে একজন পুরুষ ও তার সঙ্গে থাকা নারীকে রামদা দিয়ে আঘাত করছে। এ সময় জীবন বাঁচাতে ওই নারীকে হাত জোড় করে সন্ত্রাসীদের কাছে মাফ চাইতে দেখা যায়।

ঘটনার এক পর্যায়ে স্থানীয় জনতা হামলাকারী দুই যুবককে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। এ ঘটনার পর আতঙ্কে রয়েছে উত্তরার বাসিন্দারা।

উত্তরায় রামদা দিয়ে প্রকাশ্যে হামলা: স্বামীর প্রাণ বাঁচাতে সামনে দাঁড়ান স্ত্রীউত্তরায় রামদা দিয়ে প্রকাশ্যে হামলা: স্বামীর প্রাণ বাঁচাতে সামনে দাঁড়ান স্ত্রী
কী ঘটেছিল?
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, মোটরসাইকেলে উচ্চ শব্দ করে দ্রুত গতিতে যাওয়ার সময় কিশোর গ্যাংয়ের সদস্যরা একটি শিশুকে চাপা দেওয়ার চেষ্টা করে। পাশ দিয়ে আরেকটি মোটরসাইকেলে যাওয়া দম্পতি প্রতিবাদ করে। এরপর কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদের লোকবল ডেকে দম্পতির ওপর রামদা দিয়ে হামলা চালায়।

জানা যায়, ওই নারীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে কিশোর গ্যাংয়ের দুই সদস্য ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে স্থানীয়রা দুইজনকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) ওবাইদুর রহমান বলেন, “ভুক্তভোগী দুইজন মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে আটক হওয়া দুইজনকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”

এদিকে উত্তরার বাসিন্দারা জানিয়েছেন, প্রতিদিন সন্ধ্যায় উত্তরা ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্পটে সংঘবদ্ধভাবে ছিনতাইয়ে জড়িত কিশোর গ্যাং সদস্যরা। তারা ইচ্ছাকৃতভাবে মানুষের সঙ্গে ঝামেলা করে অস্ত্রের ভয় দেখিয়ে মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয়।

সর্বশেষ - জেলার খবর