স্পোর্টস ডেস্ক :
অধিনায়ক লিওনেল মেসিকে নিয়েই বিশ্বকাপ বাছাইয়ে ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে শেষ দুই ম্যাচের প্রাথমিক দল দিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথমবার ডাক পেলেন স্ট্রাইকার হোসে মানুয়েল লোপেস। এক বছর পর ফিরলেন অ্যাটাকিং মিডফিল্ডার ভালেন্তিন কার্বোনি।
২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে ফেলা আর্জেন্টিনা আগামী ৪ সেপ্টেম্বর দেশের মাটিতে ভেনেজুয়েলাকে আতিথেয়তা দিয়ে ৯ সেপ্টেম্বর একুয়েডরের মাঠে খেলবে। শেষ দুই ম্যাচের জন্য সোমবার (১৮ আগস্ট) ৩১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি।
অনুমিতভাবেই দলে আছেন অধিনায়ক লিওনেল মেসি। গত জুনে কলম্বিয়ার বিপক্ষে লাল কার্ড দেখে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হওয়া এন্সো ফের্নান্দেসকে স্বাভাবিকভাবে দলে রাখা হয়নি। ডাক পাননি পাওলো দিবালা।
নতুন মুখ লোপেস এই মৌসুমে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের সেরা খেলোয়াড়দের একজন। ২৪ বছরের এই স্ট্রাইকার ৪২ ম্যাচে গোল করেছেন ১৫টি। গোলে সহায়তা চারটিতে। হাঁটুর চোটে প্রায় এক বছর দলের বাইরে থাকা ইন্টার মিলানের ২০ বছরের অ্যাটাকিং মিডফিল্ডার কার্বোনির সঙ্গে হুলিও সোলের, আলান ভারেলা, ক্লাউদিও এচেভেরি, গন্সালো মন্তিয়েল ও মার্কোস আকুনা ফিরেছেন। জায়গা পাননি ভালেন্তিন বার্কো ও নিকোলাস দমিনগেস। দক্ষিণ আমেরিকার বাছাই পর্বে ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষেই আর্জেন্টিনা।